শাহ ইমরান, কুমিল্লা জেলা প্রতিনিধি : কুমিল্লা চান্দিনার কাদুটি গ্রামে ২০০৯ সালে পারিবারিক কলহের জের স্বামী সহিদ উল্লাহকে টর্চলাইট দিয়ে চাপ দিয়ে স্ত্রী-কন্যা মিলে শ্বাসরোধ করে হত্যা মামলায় স্ত্রী হাছনেয়ারা বেগম ওরফে হাছেনা, মো. আমির হোসেন, মো. শাহজাহান (পলাতক) ও মো. মোস্তফা (পলাতক) প্রত্যেককে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে। একই মামলায় অপর আসামি মোছা. খাদিজা বেগম ওরফে খোদেজাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন আদালত।
বুধবার (৩০আগস্ট) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।
মামলার বিবরণে জানা যায়,২০০৯ সালে ২২ নভেম্বর কুমিল্লার চান্দিনার কাদুটি কাশারীখোলা গ্রামে প্রবাসফেরত সহিদ উল্লাহকে টর্চলাইট দিয়ে চাপ দিয়ে স্ত্রী-কন্যাসহ ৫ জনে শ্বাসরোধ করে হত্যা করে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে ধানক্ষেতে ফেলে দেয়। পরে ওই ঘটনায় নিহতের ভাই হাবিব উল্লাহ বাদী হয়ে চান্দিনা থানায় মামলা দায়ের করলে রাষ্ট্রপক্ষ ৮জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে স্ত্রীসহ ৪ আসামিকে মৃত্যুদণ্ড দেন। এবং ৫০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত।
একই মামলায় অপর আসামি মোছা. খাদিজা বেগম খোদেজাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে আদালত।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা