নির্ধারিত কোন দায়িত্বশীল ব্যক্তি বা সরকারী চাকুরীজীবিও নয়, এলাকার জনপ্রতিনিধি কিংবা জননেতা নয়। শুধু সামাজিক ও মানবিক দায়িত্ববোধে আবদ্ধ হয়ে, সমাজের অবহেলিত ও অসহায় সুবিধবঞ্চিত জনগোষ্ঠীর জনকল্যাণকর সকল প্রকার কর্মযজ্ঞে নিজেকে সর্বদায় জনসেবায় উৎস্বর্গ করে দলমতের ঊর্ধ্বে মানুষের ভালোবাসার কাণ্ডারি হয়ে সবার আগে সবখানে সবার পাশে আর্তমানবতার হাত বাড়িয়ে দিচ্ছেন এবং প্রশংসা কুড়াচ্ছেন। নিজের কতবড় কলিজা হলে এ রকম মহানুভবতা সৃষ্টি হয়, লক্ষাধিক টাকায় সরকারি রাস্তা মেরামতের মাধ্যমে করেছেন সর্বস্তরের মানুষের মন জয়।
সরকারী উন্নয়ন প্রকল্পে নানামুখী অনিয়ম ও দুর্নীতি করে কারিকরি টাকা কামানোর ফন্দিফিকিরে দায়িত্ববান ব্যক্তিবর্গরা দায়িত্বহীন ভূমিকায় দেখেও না দেখার ভান করে দায়িত্বপালনে অন্ধ। ঠিক এমনই এক দুঃসময়ে ভিটিবিষাড়া টু দুবাচাইল বাজেবিশাড়ার ০২কিঃমিঃ পাকা ও কাচা সড়কের নয়াপাড়া কফিলউদ্দিনের বাড়ি হতে নয়াপাড়া জামেমসজিদ পর্যন্ত চরম বেহালদশার মাটিকাদায় খানাখন্দে ভরপুর প্রায়- ৪০০ মিটার সড়ক ইট, সুরকী, বালু দিয়ে প্রায় লক্ষাধিক টাকা নিজের পকেট থেকে দিয়ে আশপাশের ১০ গ্রামের শতশত মানুষের নিত্যকার দুর্ভোগ নিরসন করার দীর্ঘদিনের বেহালদশার- হ-য-ব-র-ল অবস্থা থেকে সড়কটি টেকসই ও মজবুত এবং সকলপ্রকার যানবাহন চলাচল উপযোগী করে দিয়েন কুয়েত প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী, মানবিক ব্যাক্তিত্ব ওবায়েদুল্লাহ অবিদ। এই সড়কটি পরিপূর্ণ সংস্কার ও মেরামত করার ফলে অত্রাঞ্চলের শতশত মানুষেরা-এর সুবিধাভোগী হবে।
আলাউদ্দিন আকাশ (উন্নয়ন-কর্মী)
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা