এইচ ডি রুবেল, কুলাউড়া (মৌলভীবাজার): মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলায় শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার- এই স্লোগানকে ধারণ করে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে।
শনিবার দিবস উপলক্ষে কুলাউড়া উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা বিভাগের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কুলাউড়া প্রাথমিক ও মাধ্যমিক বিভাগ এবং মাদ্রাসা ও কলেজ শিক্ষকের অংশগ্রহণে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিন।
কুলাউড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ইফতেখার হোসেনের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক একাডেমির সুপারভাইজার মো. শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. একলাছ মিয়া।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন আহমদ, নবীন চন্দ্র উচ্চ বিদ্যালযের সিনিয়র শিক্ষক মো. সেলিম আহমদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম, রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল বাছিত, মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফকর উদ্দিন, আলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুন নাহার, চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আব্দুল হান্নান ও ছকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আব্দুল মোহাইমিন প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন কলেজ, মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের স্কুল-মাদ্রাসাসহ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠানকে পরস্কার দেয়া হয়। শিক্ষক ফকর উদ্দিন, আব্দুস সালাম, শিপা রহমান, তাহমিনা তুহিন, জাতীয় পর্যাযে শিক্ষক আব্দুল হান্নানসহ সবাইকে সম্মানানা বই উপহার দেয়া হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা