কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নইম উদ্দিন সেন্টু নিজ কার্যালয়ে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে হামলার শিকার হন তিনি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ইউপি চেয়ারম্যান তার নিজের কার্যালয়ে কাজ করছিলেন। দুর্বৃত্তরা ইউনিয়ন পরিষদের জানালা দিয়ে তাকে গুলি করেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি। ঘটনাস্থলেই তিনি মারা যান।
কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়েছেন।
তবে বিস্তারিত কিছু জানাতে পারেননি এসপি।
স্থানীয় বিএনপি নেতারা জানান, চেয়ারম্যান নঈম উদ্দিন এক সময় উপজেলা বিএনপির সহ-সভাপতি ছিলেন। পরে দীর্ঘদিন তিনি দলীয় রাজনীতি থেকে দূরে ছিলেন। বিগত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন তিনি।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা