জিয়াউল হক (খোকন), নিজেস্ব প্রতিবেদক:কুষ্টিয়ায় গ্রিল কেটে পৌরসভা মেয়রের কার্যালয়ে চুরি
কুষ্টিয়ার পৌরসভার মেয়র আনোয়ার আলীর অফিসের তালা ভেঙে ও গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। আজ রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে এ চুরির ঘটনাটি জানাজানি হয়।
জানা গেছে, রবিবার সকালে অফিসের কর্মচারীরা মেয়রের অফিস রুমের তালা ভাঙা ও গ্রিল কাটা দেখতে পান। পরে তারা ভেতরে ঢুকে কিছু কাগজপত্র এলোমেলো দেখতে পান। এরপর দেখা যায় অফিস থেকে শিক্ষাবৃত্তির টাকা, ক্যামেরা, ইলেকট্রনিক ডিভাইস ও কাগজপত্র চুরির হয়েছে।
কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী বলেন, ‘সকালে শুনতে পাই আমার অফিস রুমের তালা ভেঙে চুরি হয়েছে। ঘটনাটি খুবই দুঃখজনক। কারা এ ঘটনা ঘটিয়েছেন তা জানি না। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম বিষয়টি তদন্ত করে দেখছে।
কুষ্টিয়া মডেল থানার ওসি দেলোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আসামিকে শনাক্ত করে আইনের আওতায় আনতে সব ধরনের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা