নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া’য় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা র্যালি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া ২৫ জুলাই ২০২৩ ‘‘নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যে আজ কুষ্টিয়া জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সপ্তাহব্যাপী অনুষ্ঠামালার অংশ হিসেবে জেলা কালেক্টরেট চত্বরে র্যালি, মাছরে পোনা অবমুক্ত করণ, ভালো কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক এহেতেশাম রেজা সহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং মৎস্যচাষি, মৎস্যজীবী ও গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে জেলা কালেক্টরেট চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা