জিয়াউল হক, (খোকন) নিজেস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় কুষ্টিয়া-ইশ্বরদী মহাসড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
৩ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ৭,৩০ মিনিটের দিকে কুষ্টিয়া-ইশ্বরদী মহাসড়কের বাহিরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কুষ্টিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক দেবব্রত রায়।
কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের আনসার আলীর ছেলে সাজ্জাদ হোসেন (৫১) ও কুষ্টিয়ার মিরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ শরীফের স্ত্রী শারমিন আক্তার (২৫) নিহত হয়েছেন।
আজ ৩ ডিসেম্বর সকালে কুষ্টিয়া থেকে সাজ্জাদ হোসেন এবং তার আত্মীয় শারমিন মোটরসাইকেলে ঈশ্বরদী যাচ্ছিলেন। পথে বাহিরচর এলাকায় পৌঁছালে ঈশ্বরদী থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দেয় বলে জানান কুষ্টিয়ার চৌড়হাস হাইওয়ে থানার পরিদর্শক দেবব্রত রায়।
এতে ঘটনাস্থলেই ট্রাকচাপায় মোটরসাইকেল চালক সাজ্জাদ মারা যান এবং শারমিন মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা শারমিনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।
এ ঘটনায় ট্রাকটি জব্দ করেছে কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশ। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা