

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের লালন তৈল পাম্পের পূর্ব দিকে কিছুটা দূরে গজনবীপুর গোরস্থানের সামনে ট্রাকের ধাক্কায় বাবা,ছেলে নিহত হয়।
লাশ দেখতে আসা জনসাধারণ থেকে জানা যায় যে নিহত দুই জন উজানগ্রাম ইউনিয়নের ভূমি অফিসের সহকারী শাহাজান (৬২) এবং তার ছেলে শামিম (২৮)।নিহত বাবা,ছেলের বাসা উজানগ্রাম ইউনিয়নের মাধপুর গ্রামে।
তারা রাত ৯ঃ৩০ দিকে কুষ্টিয়া থেকে ডিসকভারি ১২৫ সিসি মটরসাইকেল যোগে বিত্তিপাড়ার দিকে রওনা হলে,গজনবীপুর গোরস্তানের সামনে আসলে গাড়িতে ধাক্কা লেগে রোডে পরে গেলে পিছে থেকে আসা আরেকটি গাড়ি চাপা দেয়,এবং সেইখানেই বাবা,ছেলে নিহত হয়।তবে মোটর সাইকেল ছেলে,চালাচ্ছিলেন ও বাবা পিছে বসে ছিলেন বলে বিষয়টি জানা যায়।
এইদিকে ফাকা ও জনশুন্য যায়গায় দূঘটনার বিষটির আরো বিস্তারিত জানা সম্ভব হয়নি
এইদিকে দূঘটনার ১০ মিনিটের মধ্যে হাইওয়ে পুলিশ ও ইবি থানা পুলিশ ঘটনা স্থলে এসে রাস্তার গাড়ি চলাচল স্বাভাবিক করেন,এবং লাশ কুষ্টিয়া ময়না তদন্তে পাঠান।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা