রিয়াজ হোসেন, পটুয়াখালী প্রতিনিধি: গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে পটুয়াখালীর বাউফল ১২জেলের ৫ দিনেও খোঁজ মেলেনি। গত ১৬ আগস্ট ওইসব জেলেরা ট্রলার নিয়ে মাছ ধরতে গভীর সমুদ্রে গিয়ে ঝড়েরর কবলে পরেন। ফলে উৎকন্ঠায় রয়েছেন নিখোঁজ জেলেদের পরিবার পরিজনরা। নিখোঁজ জেলেরা হলেন, বাবুল বেপড়ি, জসিম বয়াতী, কবির, কামাল হোসেন, সবুজ বেপাড়ি, হুমায়ুন কবীর, সুমন মিয়া, আবুল হোসেন। বাকি ৪ ছেলের নাম জানা জায়নি। তাদের সকলের বাড়ি উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে।
নিখোঁজ জেলে বাবুল বেপাড়ির ভাই বেলস্নাল বেপাড়ি বলেন, 'তাঁর ভাই গত ১৬ আগস্ট ১২জন জেলে নিয়ে ট্রলার যোগে গভীর সমুদ্রে মাছ শিকারে জান। ১৯আগষ্ট তারা ঝড়ের কবলে পড়ে বলে বিভিন্ন মাধ্যমে খবর পাই। এরপড় জানতে পারি কোষ্টগার্ড শতাধিক জেলে সমুদ্র থেকে উদ্ধার করে পটুয়াখালীর মহিপুরে নৌঘাটে নিয়ে আসে। শনিবার সেখানে খোঁজ নিতে গেলে আমাদের ট্রলারের কোন জেলেকে না পেয়ে হতাশ হয়ে ফিরে আসি।'
উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান এনামূল হক আলকাস বলেন, ' আমার এই ইউনিয়নের ১২জন জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলে পরিবারের সার্বিক খোঁজ খবর নিয়ে তাদের সর্বাত্মক সহযোগীতা করা হচ্ছে।'
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা