বিশেষ প্রতিনিধি, সিরাজগঞ্জ : দেশের কৃষিখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এআইপি (এগ্রিকালচারাল ইম্পর্ট্যান্ট পারসন-এআইপি) সম্মাননা পেয়েছেন সিরাজগঞ্জের রায়গঞ্জের কৃষক নেতা ও কৃষি উদ্যোক্তা কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট। প্রান্তিক পর্যায়ে জলাবদ্ধতা নিরসে কাজ করার জন্য এ সম্মাননা পান তিনি।
রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সাখাওয়াত হোসেনের হাতে ২০২১ সালের এআইপি সম্মাননা তুলে দেন কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ।
এআইপি সম্মাননা গ্রহণের পর নিজের অনুভুতি জানিয়ে সাখাওয়াত হোসেন সুইট বলেন, এ সম্মাননা অবশ্যই আন্দন্দের ও গর্বের। এ প্রাপ্তি আমার কাজের দায়িত্ব আরো বাড়িয়ে দেবে। এই অর্জন আমার 'রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গার’ সকলের জন্য উৎসর্গ করলাম। তরুণ কৃষক নেতা ও উদ্যোক্তা আরও বলেন, কৃষি যদি উন্নত প্রযুক্তি নির্ভর হয় তাহলে নতুন দিগন্ত তৈরি হবে দেশে। কেউ যদি সঠিক পরিকল্পনা নিয়ে এগোতে পারে অবশ্যই সফল হবে। আমার মূল লক্ষ হলো কৃষকদের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে তাদের পরিপূর্ণ ভাবে ব্যবহার করা।
সিরাজগঞ্জের কৃতি সন্তান কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট একজন কৃসকের সন্তান হিসাবে নিজে যেমন কৃষির সাথে নিজেকে জরিয়েছেন তেমনি কৃষকের ভাগ্য উন্নয়নে সহায়ক হিসাবে কাজ করেছেন কৃষকের পাশে থেকে। রায়গঞ্জ তাড়াশ ও সলঙ্গা আসনের সাধারণ কৃষকের পাশে থেকে জননেনত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী এক ইঞ্চি জমি পতিত না রেখে চাষাবাদের আওতায় আনতে তিনি কৃষকদের মাঝে বিণামূল্যে বীজ, সার বিতরণ করেছেন । জলাবদ্ধতায় চাষাবাদ হয়না এমন প্রায় ৫০ হাজার বিঘা জমিতে জলাবদ্ধতা নিরসে অগ্রণী ভূমিকা রেখেছেন এই কৃষকের নেতা ও তরুণ উদ্যেক্তা।
সিরাজগঞ্জ-৩, রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গা আসনে জলাবদ্ধতা নিরসনে কাজ করায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার অ্যাগ্রো বেইজড সোশিও ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট সার্ভিসেসের চেয়ারম্যান মো. সাখাওয়াত হোসেনকে এ সম্মাননা দেওয়ায় আসনটির সর্ব সাধারণেরা অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছেন।
বাংলাদেশে এই প্রথম একজন কৃষিবিদ ও কৃষক লীগের নেতা এই সন্মান অর্জন করলেন। এআইপি নীতিমালা অনুযায়ী প্রতি বছর মোট পাঁচটি বিভাগে এ সম্মাননা দেওয়া হয়। এআইপি কার্ডের মেয়াদ এক বছর। এআইপি স্বীকৃতিপ্রাপ্তরা সিআইপিদের মত সুযোগসুবিধা পান। উল্লেখ্য, কৃষি মন্ত্রণালয় ২০১৯ সালে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি (এআইপি) নীতিমালা তৈরি করে। তার আলোকে ২০২০ সাল থেকে দেওয়া হচ্ছে এ সম্মাননা। এবার দ্বিতীয়বারের মতো এই সম্মাননা দেয়া হলো।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা