বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: বাংলাদেশ ছাত্রলীগের সহ-সম্পাদক নির্বাচিত হয়েছেন সেন্ট্রাল ল’ কলেজের সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি কাজী মামুনুর রহমান (মাহিম)।
গত রোববার (৩১ জুলাই) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত ছাত্রলীগের সহ-সম্পাদক মনোনীত হন কাজী মামুনুর রহমান (মাহিম)। আজ প্রতিবেদককে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মিরাজুল ইসলাম খান শিমুল।
খোঁজ নিয়ে জানা যায়, এক যুগেরও বেশি সময় ধরে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত কেন্দ্রীয় ছাত্রলীগের এই নেতা কার্যত পারিবারিক কারনেই বাবার মুখে বঙ্গবন্ধুর গল্প শুনে অনুপ্রাণিত হয়ে স্কুল জীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং অদ্যাবধি সক্রিয়ভাবে জড়িত রয়েছেন। এক-এগারোর সময় শেখ হাসিনার মুক্তি আন্দোলন থেকে শুরু করে ২০১৩ সালে যুদ্ধাপরাধীদের সর্ব্বোচ্চ শাস্তির দাবীতে শাহবাগ আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলেন। ২০১৪ সালে বিএনপি-জামায়াত জঙ্গী তৎপরতা, জ্বালাও-পোড়াও, নৈরাজ্য মূলক হরতালের প্রতিবাদে এবং ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের সময় রাজপথে সক্রিয় ভূমিকায় দায়িত্ব পালন করেন।
তিনি ২০১৫ এবং ২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটি কপোর্রেশন নির্বাচনে ভোটকেন্দ্রে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রতিটা কেন্দ্রে বাংলাদেশ ছাত্রলীগের অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেন এবং নৌকা মার্কার মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সর্বাত্বক চেষ্টার সাথে জয়যুক্ত করতে সক্ষম হয়েছেন। তিনি ২০২০ সালে করোনা মহামারিতে মানবিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন, অসহায় সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়েছেন। ২০২১ সালে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে স্বাধীনতাবিরোধী অপশক্তিদের নাশকতা ও বিশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় রাজপথে সক্রিয় ছিলেন তিনি।
সূত্র বলছে, রাজনীতিতে মেধা, সাহসীকতা ও পরিশ্রমের স্বীকৃতি হিসেবে কাজী মামুনুর রহমান (মাহিম) কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক মনোনীত হয়েছেন।
জানতে চাইলে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ছাত্রলীগের এই পরিশ্রমী মেধাবী ছাত্রনেতা মাহিম বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশরত্ন শেখ হাসিনার ভিশন ও মিশন রূপকল্প ২০৪১ বাস্তবায়নে ছাত্রলীগের অভিভাবক জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার একজন আদর্শিক কর্মী হয়ে কাজ করে যেতে চাই।’
এদিকে কাজী মামুনুর রহমান মাহিম ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সহ-সম্পাদক মনোনীত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। তাঁর কর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ বিরাজ করছে। তিনি সকলের দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা