প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ১:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২, ২০২৫, ৫:৪৭ অপরাহ্ণ
কেন্দ্র থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা
বশির আলমামুন, চট্টগ্রাম: চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি। এতে আহ্বায়ক করা হয়েছে পটিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস মিয়া ও সদস্য সচিব করা হয়েছে লায়ন হেলাল উদ্দিনকে।
রোববার কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইদ্রিস মিয়া দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং লায়ন হেলাল উদ্দিন আনোয়ারা উপজেলা বিএনপির সদস্য সচিব ছিলেন।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, যুগ্ম আহ্বায়ক লিয়াকত হোসেন ও মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা’র নাম রয়েছে। গত ১ সেপ্টেম্বর বিলুপ্ত করা হয় দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা