আলমগীর হোসেন, কেশবপুর (যশোর): কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে ওই সভার আয়োজন করা হয়।
কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান সভার সভাপতিত্ব করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য কবি মুহম্মদ শফি, সাবেক সভাপতি আজিজুর রহমান, সহসভাপতি মোতাহার হোসাইন, যুগ্ম সম্পাদক উৎপল দে ও আব্দুল্লাহ আল ফুয়াদ, কোষাধ্যক্ষ শামসুর রহমান, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ শাহীন, গ্রন্থাগার সম্পাদক মতিয়ার রহমান, কার্যনির্বাহী কমিটির সদস্য মেহেদী হাসান জাহিদ, সদস্য নূরুল ইসলাম খান, কবির হোসেন, দীলিপ মোদক, রাবেয়া ইকবাল, রুহুল কুদ্দুস, রুহুল আমীন খান, রমেশ দত্ত, আলমগীর হোসেন, কামরুজ্জামান রাজু, স্বাধীন মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ।
সভায় গত ৪ আগস্ট প্রেসক্লাবে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাঙচুর ও মালামাল আগুন লাগানোর ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়।
এছাড়া প্রেসক্লাবকে এগিয়ে নিতে বিভিন্ন আলোচনা করা হয়। এদিকে প্রেসক্লাবের সদস্য রাবেয়া ইকবাল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
এর পাশাপাশি আন্ত: প্রেসক্লাব ক্যারামবোর্ড টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জয়দেব চক্রবর্ত্তী ও আব্দুল্লাহ আল ফুয়াদ এবং রানার্স আপ আব্দুল করিম ও কামরুজ্জামান রাজু জুটির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা