নাঈম হোসেন, রাজশাহী : রাষ্ট্রের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন রাজশাহী-৩ পবা মোহনপুর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ।
এমপি আসাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হচ্ছে। কোটাবিরোধী আন্দোলনকে ঘিরে যে বিষবাষ্প ছড়ানো হচ্ছে তা যেন ধীরে ধীরে রাষ্ট্রবিরোধী আন্দোলনে রূপ নিচ্ছে।
সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ তার নিজ ফেসবুকের ব্যক্তিগত আইডি থেকে এটি স্ট্যাটাস দিয়েছেন। "আবারো ষড়যন্ত্র" শিরোনাম দিয়ে তিনি লিখেছেন, "রাজনৈতিক দার্শনিক রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করে ষড়যন্ত্রের বিষাক্ত ছুরি সাধারণ ছাত্রছাত্রীদের বিবেককে বিদ্ধ করার অপচেষ্টাই লিপ্ত ৭১, ৭৫ এর খুনীদের প্রশ্রয়দাতা এবং আগুন সন্ত্রাসের খলনায়কেরা। রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে সাংবাদিকদের প্রশ্ন ‘চাকরি মুক্তিযোদ্ধার নাতি-নাতনিরা পাবে নাকি রাজাকারের নাতি-নাতনিরা পাবে?’
প্রধানমন্ত্রী জবাব দেশবাসীর কাছেই আমার প্রশ্ন, ‘মুক্তিযোদ্ধার নাতি-নাতনিরা নাকি রাজাকারের নাতি-নাতনিরা পাবে?’ এই বক্তব্যের বিপরীতে দাঁড়িয়ে যারা শ্লোগান দেন ‘তুমি কে আমি কে রাজাকার, রাজাকার’ তারা কি কোটাবিরোধী আন্দোলনের পক্ষে না কি রাষ্ট্রবিরোধী আন্দোলনের আস্ফালনে?
আগামীর বাংলাদেশের নেতৃত্ব মেধাবী ছাত্রসমাজের কাছে আহ্বান আবেগ নয় বিবেক জাগ্রত করো বন্ধু?’ সর্বশেষে তিনি বলেন, কোটার ফয়সালা আদালতে হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা