মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী বৃষ্ণপদ লোদ ওরফে টেপা লোদ (৭০) নামে একজন নিহত হয়েছেন। নিহত টেপা লোদ উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত কালীপদ লোদের প্রথম পুত্র।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে খানসামা-দারোয়ানী আঞ্চলিক মহাসড়কের সদরের ডাচ বাংলা বুথের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, টেপা লোদ কাঠের টুকরা নিয়ে রাস্তা পার হয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন এ সময় মোটরসাইকেল চালক পিছন থেকে ধাক্কা দিলে তিনি পড়ে যান।
মোটরসাইকেল চালকসহ পরিবারের সদস্যরা আহত অবস্থায় উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে টেপা লোদকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা