মো. নাজমুল ইসলাম, নেত্রকোনা: নেত্রকোনার খালিয়াজুরী হাওরে পলো শিকারীদের মাছ ধরাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় ধনু নদে নিখোঁজ ৩ মৎস্য শিকারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
সংঘর্ষে নিখোঁজ হওয়া ৫ জনের মধ্যে তিন জনের লাশ সোমবার দুপুরে উপজেলার ধনু নদের পৃথক স্থান নাওটানা ও রসুলপুর ঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়।নিহতরা হলেন-আটপাড়া উপজেলার শ্বরমুশিয়া ইউনিয়নের রূপচন্দ্রপুর গ্রামের শহীদ মিয়া (৫০),কেন্দুয়া উপজেলার রয়েল বাড়ি ইউনিয়নের রয়েল বাড়ি গ্রামের হৃদয় (৩০) ও মদন ইউনিয়নের বাগযান গ্রামের রোকন মিয়া (৫০)। এ তথ্য নিশ্চিত করেছে খালিয়াজুরী থানা পুলিশ।এর আগে শনিবার খালিয়াজুরী উপজেলার রসূলপুর গ্রামের পাশে ধনু নদীর ফেরিঘাটে মাছ শিকারী ও স্থানীয়দের মাঝে সংঘর্ষের ঘটনায় প্রায় অর্ধশতাধিত মানুষ আহত হয়। এ সময় শতাধিক গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গত এক সপ্তাহে মদন উপজেলার নূরেশ্বর বিল,খালিয়াজুরী উপজেলার কির্তনকলা বিল,কারি বিল,উচাবাইদা বিল,হাইলা বিলসহ বেশ কয়েকটি ইজারাকৃত বিলের মাছ লুট করেছে ওই সমস্ত মাছ শিকারীরা।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা