নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সদস্য সচিব কাজী মেরাজ হোসেন ব্রেন স্ট্রোক করেছেন। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
জানা যায়, উন্নয়নকাজের উদ্বোধন করতে গিয়ে গত শনিবার (১৬ আগস্ট) সকালে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের রতনপুর ইউনিয়নের যশাতুয়া নিজ গ্রামে যান। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন।
সাবেক এই সচিবের চাচাতো ভাই কাজী গোলাম আহাদ বাবুল যায়যায়কালকে বলেন, ‘মেরাজ ভাই যশাতুয়া স্কুলের একটি ভবন উদ্বোধন করতে শনিবার সকালে গ্রামে যান। সেখানে তিনি আচমকা অসুস্থ হয়ে পড়েন। দ্রুত উনাকে নবীনগর নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে ঢাকায় নিয়ে আসা হয়।’
চিকিৎসকদের বরাত দিয়ে তিনি আরও বলেন, ‘তিনি ব্রেন স্ট্রোক করেছেন। রোববার (১৭ আগস্ট) রাতেই উনার অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে আছেন।’
কাজী মেরাজ হোসেনের সঙ্গে হাসপাতালে রয়েছেন উনার ভাতিজা কাজী সালাউদ্দিন তমাল।
তিনি সোমবার দিবাগত রাতে যায়যায়কালকে বলেন, ‘কাকা ডাঃ আলি উজ-জামান জোয়ার্দারের তত্ত্বাবধানে আছেন। চিকিৎসক বলেছেন, কাকা ব্রেন স্ট্রোক করেছেন। উনার মস্তিস্কের কার্যক্রম অস্থিতিশীল থাকায় মেডিক্যাল বোর্ড উনাকে ঘুমের ওষুধ দিয়েছেন। খুব শিগগির তিনি আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবেন। আপনাদের মাধ্যমে সবার কাছে কাকার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করছি।’
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা