উত্তম দাস, খুলনা: খুলনার সোনাডাঙ্গায় বিশপ ভবন অডিটোরিয়ামে "সুশাসন, নৈতিকতা ও মানবাধিকার প্রতিষ্ঠায় আন্তঃধর্মীয় সংলাপের ভূমিকা" শিরোনামে শনিবার একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন রেভারেন্ড ফাদার মিম্মো পিয়েতানূজ্য, পরিচালক ও সভাপতি, অধ্যয়ন, গণমাধ্যম ও আন্তঃধর্মীয় সংলাপ কেন্দ্র-খুলনা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর মো. জামাল হোসেন, ট্রেজারার (অবঃ), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং অধ্যক্ষ (অবঃ), সরকারি পিসি কলেজ, বাগেরহাট।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী জগজ জীবন বিশ্বাস, ইন্সট্রাক্টর, টিআরসি, প্রাথমিক শিক্ষা, খুলনা সদর, খুলনা, মুখ্য আলোচক হিসেবে মূল প্রবন্ধ পাঠ করেন রেভারেন্ড ফাদার লরেন্স বাবলু সরকার, সহকারী পরিচালক, অধ্যয়ন, গণমাধ্যম ও আন্তঃধর্মীয় সংলাপ কেন্দ্র-খুলনা এবং স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রের সাধারণ সম্পাদক জনাব ওয়াহিদুজ্জামান, সাধারণ সম্পাদক, অধ্যয়ন, গণমাধ্যম ও আন্তঃধর্মীয় সংলাপ কেন্দ্র, খুলনা, এছাড়া উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন ধ্রুব সংস্থার নির্বাহী পরিচালক রেখা মারিয়া বৈরাগী এবং জীবন বীমা কর্মকর্তা জনাব বিশ্বজিৎ কর এবং কর্মশালায় উপস্থাপনা করেন মনি দাস।
কর্মশালায় পবিত্র ধর্মগ্রন্থ পাঠের প্রথমেই পবিত্র কুরআন তেলাওয়াত করেন - জনাব মোঃ ফারহাজ হোসেন, সদস্য, অধ্যয়ন, গণমাধ্যম ও আন্তঃধর্মীয় সংলাপ কেন্দ্র, খুলনা, পবিত্র গীতা থেকে- মিসেস্ কল্যানী রানী ভদ্র, সদস্যা, অধ্যয়ন, গণমাধ্যম ও আন্তঃধর্মীয় সংলাপ কেন্দ্র, খুলনা এবং পবিত্র বাইবেল থেকে- মিসেস্ পাপড়ী সরকার, সদস্যা, অধ্যয়ন, গণমাধ্যম ও আন্তঃধর্মীয় সংলাপ কেন্দ্র, খুলনা।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ যেখানে সকল মানুষ একসাথে বসবাস করে জন্মলগ্ন থেকেই। এদেশ আমাদের সকলের এবং আমরা সকলেই সম্প্রীতির বন্ধনে বসবাস করি। বাংলাদেশের অগ্রযাত্রায় সকল ধর্মের মানুষ একসাথে বসবাস করার মাধ্যমে পৃথিবীতে বাংলাদেশ ইতিমধ্যে একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে সকলের কাছে প্রশংসনীয় হয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা