উত্তম দাস, খুলনা ব্যুরো: জলবায়ু পরিবর্তনের প্রভাবের ফলে সব থেকে ঝুঁকিপূর্ণ ও বিপদাপন্ন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের মানুষ। জার্মান ওয়াচ গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স অনুযায়ী বাংলাদেশ বিশ্বের সপ্তম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ।
বাংলাদেশের জনসংখ্যার অধিকাংশই তাদের জীবন=জীবিকার জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রাকৃতিক পরিস্থিতির উপর নির্ভরশীল। জলবায়ু সংবেদনশীল জীবিকার খাত যেমন কৃষি, মৎস্য, বনায়ন এবং পর্যটনের উপর প্রত্যক্ষভাবে নির্ভরশীল প্র্রান্তিক জনগোষ্ঠীও এর বাইরে না। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চল সমূহ ভৌগোলিক কারণে বিশেষ করে বাগেরহাট ও সাতক্ষীরা জেলার দুর্যোগ ও দুর্ভোগের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ । এসব এলাকার মধ্যে ব্যাপকভাবে মানুষের স্বাস্থ্য ঝুঁকি যেমন বাড়ছে, সম্পদ জীবিকার ক্ষতি ও তেমনি সাধিত হচ্ছে।
বেসরকারি সংস্থা আ্যওসেড এর আয়োজনে এবং কেয়ার ও জার্মান কর্পোরেশন এর আর্থিক সহযোগিতায় খুলনায় অভিজাত একটি হোটেলে এক পরামর্শ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন আ্যওসেড এর নির্বাহী পরিচালক শামীম আরফিন। এবং সঞ্চালনায় ছিলেন খুলনা বিভাগীয় ম্যাপের আহ্বায়ক ড. অধ্যাপক মুজিবুর রহমান। প্রেজেন্টেশন উপস্থাপন করেন ,বাগেরহাট ম্যাপের সচিব মো. আসাদুজ্জামান সদস্য এবং স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধবচন্দ্র দত্ত। বিভিন্ন বেসরকারি সংস্থার নির্বাহী পরিচালক এবং সাংবাদিক ও সুধীজন মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।
জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবে সাম্প্রতিক সংঘটিত ঘূর্ণিঝড় রিমাল ও তার পরবর্তী দুর্যোগের ক্ষয়ক্ষতির আর্থিক বিশ্লেষণ ও পর্যালোচনা মাধ্যমে লস অ্যান্ড ডেমেজ এর অর্থ প্রাপ্তির জন্য তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার জন্য দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা