
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৪, ২০২৫, ৯:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৫, ২০২৫, ৮:৩২ অপরাহ্ণ
গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চাইলেন বান্দরবান জেলা প্রশাসক

আরাফাত খাঁন, বান্দরবান: নবাগত বান্দরবান জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনির সঙ্গে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে তিন টার দিকে বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত বিভিন্ন পত্রিকা, টেলিভিশন ও অনলাইন সংবাদ মাধ্যমের সাংবাদিকেরা এ মতবিনিময় করেন।
সভায় জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, খুব আনন্দের সাথে আমি বান্দরবান জেলায় আসার আগ্রহ প্রকাশ করি। এসেই আমি পাহাড়ের সৌন্দর্যের বন্ধনে বাধা পড়ে গেছি। প্রতিশ্রুতি দিতে পারি আমি এই জেলাকে যত্ন করে রাখবো ইনশাআল্লাহ। আমদের সকল কার্যক্রমে ও কর্মকাণ্ড আপনাদের সহযোগিতা কামনা করছি। তিনটি উপজেলা রুমা, থানচি, রোয়াংছড়ির, পর্যটন কেন্দ্রগুলি খুলে দিতে আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসন কাজ করে যাচ্ছে। যত দ্রুত সম্ভব এসব পর্যটন কেন্দ্র ভ্রমণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।
এসময় গণমাধ্যম কর্মীদের কাছে থেকে বান্দরবান বিষয়ক বিভিন্ন মতামত গ্রহণ করেন। পর্যটন খ্যাত বিশেষ করে রুমা, থানচি রোয়াংছড়ি, উপজেলার পর্যটন কেন্দ্র গুলি ভ্রমণের জন্য উন্মুক্ত করে দেয়ার ব্যাপারে আলোচনা করেন। বান্দরবানে বিভিন্ন খাতের ব্যাপারেও এসম আলোচনা হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস.এম. মনজুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু তালেব, সহকারী কমিশনার (এনডিসি) আসিফ রায়হান, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সৈচিত্র মৈত্রী‘র সম্পাদক অধ্যাপক ওসমান গনি, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সময় টিভির বান্দরবান জেলা প্রতিনিধি এন এ জাকির, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এটিএন বাংলার বান্দরবান জেলা প্রতিনিধি মিনারুল হক প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা