

মো. মাহফুজুর রহমান বিপ্লব, ফরিদপুর: গণমাধ্যম প্রতিষ্ঠানের উপর হামলার প্রতিবাদে ফরিদপুরে কর্মরত গণমাধ্যম কর্মীদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১২ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে নিউজ২৪ সহ দেশের বিভিন্ন গণমাধ্যম কর্মী ও প্রতিষ্ঠানের উপর হামলা ভাঙচুরের প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, ফরিদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল, সাবেক সাধারণ সম্পাদক নির্মলেন্দু চক্রবর্তী শংকর, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্নাবালা, বাংলাভিশন এর ফরিদপুর জেলা প্রতিনিধি হারুন আনসারী তালুকদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবরার নাদিম ইতু সহ প্রমুখ।
বক্তারা বলেন, গতকাল সোমবার দিনে দুপুরে ঢাকায় যেভাবে বর্বরোচিত কায়দায় নিউজ২৪ সহ অন্যান্য প্রতিষ্ঠানের উপর হামলা করা হয়েছে তার বিরুদ্ধে তীব্র নিন্দা জানায়। এটা একটা স্বাধীন দেশে এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না। গণমাধ্যম কর্মীরাসহ তাদের প্রতিষ্ঠান কারো শত্রু না, এরা জীবনকে বাজি রেখে সত্য ঘটনাকে উন্মোচন করেন। এই হামলাকারীদের বলে দিতে চাই গণমাধ্যম নিয়ে খেলা করবেন না। এর পরিণাম ভালো হবে না। আমরা অবিলম্বে উক্ত ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাই।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা