নুরুল ইসলাম, গাইবান্ধা: রংপুর মহাসড়ক বিশ্বরোডে পলাশবাড়ী ও ধাপেরহাটের মধ্যবর্তী স্থানে রাস্তার পূর্ব পাশে প্রত্যন্ত আবাসিক প্রতিষ্ঠানসহ কৃষি জমির উপর অবৈধভাবে বিইবি সহ বেশ কয়েকটি ইটভাটা গড়ে উঠেছে। তারা মানছেন না ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ সনের ৫৯ নং ধারা।
সরেজমিনে গিয়ে জানা যায়, ইটভাটার মালিক ৯ এর ৫(১) ধারা ভঙ্গ করে অন্যন্য কৃষি জমির মাটি কেটে কাকঁড়া দিয়ে ভাটায় আনছেন। এ ছাড়াও ইটভাটায় কয়লার কোন বালাই নেই। খড়ি দিয়ে পোড়ানো হচ্ছে ইট। ট্রলি বুঝাই করে খড়ি আনা হচ্ছে ভাটাতে। খড়ি পোড়ানোর ধোঁয়ায় এলাকা অন্ধকাচ্ছন্ন।
ইটভাটা আইন ও পরিবেশ ছাড়পত্র সম্পর্কে ভাটার ম্যানেজার ও মালিককে মোবাইল ফোনে মতামত চাইলে তারা কথা বলতে অনীহা প্রকাশ করেন।
পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থী ও পথচারীদের অভিযোগ, ভাটার কালো ধুয়ায় তারা শ্বাসকষ্টসহ নানা রোগে ভুগছেন। খড়ি/কাঠ পোড়ানো এবং পরিবেশ ছাড়পত্রবিহীন এসব ইটভাটা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গুঁড়িয়ে দিতে রংপুর বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক, জেলা প্রশাসক ও গাইবান্ধারও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত আইনি পদক্ষেপ নিবেন এটাই সচেতন মহলের প্রত্যাশা।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা