প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ১২:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৪, ২০২৫, ৫:৫৫ অপরাহ্ণ
গাইবান্ধায় দীর্ঘদিন পর নতুন রাস্তা পেয়ে বেজায় খুশী এলাকাবাসী
মাইদুল ইসলাম: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে গ্রামীণ রাস্তাগুলো পাকা করণে সাফল্যের সাথে কাজ করে চলেছে। গ্রামীণ জনগোষ্ঠীর মানোন্নয়নে এলজিইডি'র সকল কাজের মান মানুষের মনে জায়গা করে নিয়েছে।
গাইবান্ধায় দীর্ঘ কয়েক যুগ পর সদর উপজেলার কোনার পাড়া ঘাট- মানস রেগুলেটর রাস্তা উন্নয়নে অত্র এলাকার মানুষের স্বঃস্থি ফিরে এসেছে। রংপুর বিভাগ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন -২ এর আওতায় জিওবি'র অর্থায়নে ৯৫০ মিটার রাস্তা নির্মাণের কাজ পায় গাইবান্ধা শহরের ভিএইড রোডের ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী খাদেমুল ইসলাম জুয়েল।
মঙ্গলবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার পাশে ফাঁকা স্থানে ভালো মানের পাথর, বিটুমিন দিয়ে কার্পেটিং এর মালামাল তৈরি হচ্ছে। এলজিইডি গাইবান্ধা সদরের উপ-সহকারী প্রকৌশলী, ওয়ার্ক এসিস্ট্যান্টসহ কাজের সঠিক তদারকির মাধ্যমে কাজ চলছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে কাঁচা রাস্তা দিয়ে চলাচলে আমাদের অনেক কষ্ট হতো। বিশেষ করে বর্ষাকালে পড়তে হতো চরম দুর্ভোগে৷ রাস্তাটি পাকাকরণের ফলে আমাদের অনেক উপকার হয়েছে৷ এ জন্য রাস্তায় সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।
কাজ চলাকালীন সময়ে কথা হয় দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলী শাহীন আলমের সাথে,তিনি জানান- রাস্তাটির বক্স কাটিং থেকে শুরু করে কার্পেটিং পর্যন্ত সকল কাজের গুণগত মান সঠিকভাবে সম্পন্ন হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ও এলাকাবাসীর সহযোগিতায় কাজটির স্থায়িত্ব নিয়ে আমরা অনেক আশাবাদী। তবে এমনভাবে কাজ করা হচ্ছে নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা