
নুরুল ইসলাম,গাইবান্ধা: নবাগত জেলা প্রশাসক হিসাবে মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা গাইবান্ধায় যোগদান করেছেন।
মঙ্গলবার সকাল হতে নবাগত জেলা প্রশাসক হিসেবে তিনি প্রথম কার্যদিবস শুরু করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ডিসি গাইবান্ধা আইডি হতে একটি ছবি পোস্টের মাধ্যমে জেলাবাসীকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
তার এ পোস্টে জেলা প্রশাসনের দায়িত্ব গ্রহন করায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় ও দেশ বিদেশের নেটিজেনরা।
উল্লেখ্য, গত ১৩ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, উপ-প্রকল্প পরিচালক (উপসচিব) ‘এস্টাব্লিশমেন্ট অব ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ প্রকল্পকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিট্রেট, গাইবান্ধা হিসেবে পদায়ন করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা