মাইদুল ইসলাম, রংপুর ব্যুরো: গাইবান্ধা-সুন্দরগঞ্জ আঞ্চলিক সড়কের ধোপাডাঙ্গা-গোডাউন বাজারের ফাঁকা স্থানে রাস্তার গর্ত পার হতে গিয়ে একটি মালবাহী ট্রাক পাশের জমির খাদে পড়ে যায়।
রোববার বিকেলে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে এই জায়গায় গর্ত হয়েছিল। টানা বৃষ্টিতে সেই গর্ত বেশ গভীর হয়ে বিপজ্জনক আকার ধারণ করে। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে গর্তকে পাশ কাটিয়ে মালবাহী একটি ট্রাক রাস্তার পূর্ব পাশের খাদে পড়ে যায়।
এ বিষয়ে এলজিইডির নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম জানান, আজকে বিষয়টি জানার পর গর্ত ভরাটের জন্য জরুরি তাগিদ দেয়া হয়েছে। ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ে সমস্যার সমাধান হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা