মাইদুল ইসলাম, রংপুর ব্যুরো: নদী ভাঙ্গন ঠেকাতে প্রয়োজন সিসি ব্লকের মাধ্যমে স্থায়ীভাবে কাজ। আর সেই কাজের বাস্তবায়ন নদী এলাকার মেইন পয়েন্টগুলোতে করা হয়।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের আওতায় জেলার সুন্দরগঞ্জের লালচামার,শ্রীপুর,কাপাসিয়া,সদরের কামারজানি,ফুলছড়ি-সাঘাটার কাতলামারি,গোবিন্দি,হলদিয়া এলাকায় কাজ বাস্তবায়ন ও চলমান রয়েছে। এখানে অনেক প্যাকেজের আওতায় অনেক ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছে।
সরেজমিনে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কাতলামারী এলাকায় গিয়ে দেখা যায় সারিবদ্ধভাবে সাজানো এক একটি ব্লক। পাশেই চলছে ব্লক তৈরির মেশিন। শ্রমিকরা স্টিমেট অনুযায়ী সিসি ব্লক তৈরি করছে। এই প্যাকেজের কাজ করছে বগুড়ার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান "শাহরিয়ার কনস্ট্রাকশন"। কাজের মান নিয়ে কথা হয় ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি আমিনুল ইসলামের সাথে। তিনি জানান, আমাদের ঠিকাদারি প্রতিষ্ঠান উন্নয়নে বিশ্বাসী। কাজের গুণগত মান নিশ্চিত করলে দেশের সেবা করা হয়। আমরা সে দিকটা ভালোভাবে নজর দিচ্ছি। আমাদের এখানে বালি,পাথর,সিমেন্টের ভাগসহ মানসম্মত সকল বিষয়ে কড়া নজরদারি করা হয়। আমি এই ঠিকাদারি প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
এলাকাবাসীরা জানান, প্রতিবছর বন্যা আসলে আমরা খুবই ভয়ের মধ্যে থাকি। কারণ কখন নদী ভাঙ্গে। এখানে বাঁধের সিসি ব্লকের কাজ হওয়ায় আমরা অনেক খুশি। এখানে ঠিকাদারের লোক আমিনুল ভাই অনেক ভালো মনের মানুষ। তিনি শ্রমিকদের প্রতি অনেক আন্তরিকতা দেখিয়ে কাজ করান। যা কখনও কোন ঠিকাদারি প্রতিষ্ঠানের লোককে করতে দেখিনি।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা