রুহুল আমিন, স্টাফ রিপোর্টার: গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলায় অভিনব কৌশলে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারের ভেতরে গাঁজা পাচারের সময় ২০ কেজি গাঁজা সহ একটি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ।
সোমবার দুপুরে সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের দিগদা আমতলি বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জয়দেবপুর থানার সদর ফাঁড়ির পুলিশ সদস্যরা একটি মাইক্রোবাসে অভিযান চালান। এ সময় মাইক্রোবাসটির গ্যাস সিলিন্ডার কেটে ভেতর থেকে গাঁজা উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন—নওগাঁ জেলার মান্দা থানার তুলসিরামপুর গ্রামের এছের আলীর ছেলে মিলন (৩৪) এবং একই থানার চক উলী গ্রামের মৃত খোদা বক্সের ছেলে মোস্তাক আহমেদ (২৩)।
ওসি আর ও জানান, গাঁজাগুলো বিশেষ কৌশলে গ্যাস সিলিন্ডারের ভেতরে লুকিয়ে পরিবহন করা হচ্ছিল। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় চার লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় জয়দেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা