আশরাফুল ইসলাম, গাজীপুর: গাজীপুরের সর্ববৃহৎ কারিগরি ও আইসিটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান ই-সেবা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে ও গাছা প্রেস ক্লাব, গাজীপুর মহানগরীর সার্বিক তত্ত্বাবধানে ‘ই-সেবা ফুটবল ম্যাচ-২০২৫’ এর আসর স্থানীয় কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত খেলায় টরমেন্টা স্পোর্টিং ক্লাব গাজীপুর ৪-৩ গোল এনআরবিসি ব্যাংক বোর্ড বাজার শাখাকে পরাজিত করে। খেলার প্রথমার্ধ্বে দিকে এনআরবিসি দলটি প্রতিপক্ষের উপর প্রাধান্য বিস্তার করতে পারলেও শেষার্ধে টরমেন্টাএক ছন্দময় খেলায় ৪-৩ গোলে এগিয়ে বিজয় নিশ্চিত করে।
শুক্রবার গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় বঙ্গবন্ধু কলেজ মাঠে কয়েক হাজার দর্শকদের উপস্থিতিতে অন্যান্য অতিথি ও শিশুদের সাথে নিয়ে ম্যাচটির উদ্বোধন ঘোষণা করেন গাছা থানার অফিসার ইনচার্জ জনাব আলী মোহাম্মদ রাশেদ। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা উত্তর জোনের প্রধান মো. শহিদুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা