রুহুল আমিন, স্টাফ রিপোর্টার: গাজীপুর সদর উপজেলায় বন বিভাগের জমিতে বসবাসকারী ব্যক্তিদের উচ্ছেদকে কেন্দ্র করে মানববন্ধন ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে।
সোমবার ভবানীপুর গুচ্ছগ্রাম ও দরগারচালা তেঁতুলতলা এলাকায় যৌথ বাহিনীর একটি অভিযান পরিচালিত হয়। অভিযানে বন বিভাগের জমি থেকে অবৈধভাবে বসবাসকারী ব্যক্তিদের উচ্ছেদ করা হয়।
এই উচ্ছেদের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে মানববন্ধন করে ভুক্তভোগী ও স্থানীয় লোকজন। পরে বেলা ১২টার দিকে মানববন্ধনে অংশগ্রহণকারীরা ভবানীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।
বিক্ষোভকারীরা দাবি জানান, তাদের জায়গা জমি না থাকায় দীর্ঘদিন যাবত সরকারি খাস জমিতে বসবাস করে আসছেন। কিন্তু কিছু দিন যাবত বন বিভাগ উচ্ছেদ অভিযানের মাধ্যমে তাদের এই ঘড়বাড়ি ভেঙে গুড়িয়ে দিয়েছে। যাদের ঘর ভাঙা হয়েছে তারা এখন শীতের মধ্যে খোলা আকাশের নিচে মানবেতর জীবন-যাপন করছেন।
বিক্ষোভকারীরা আরও বলেন, রোহিঙ্গারা যদি এ দেশের মাটিতে জায়গা পায় তাহলে আমরা কেন এদেশের নাগরিক হয়ে জায়গা পাবো না। বড় বড় মিল ফ্যাক্টরি সরকারি জায়গা দখল করে আছে। সেসব জমি উদ্ধার না করে কেন গরিবদের ঘরবাড়ি উচ্ছেদ করা হচ্ছে।
বিক্ষোভকারীরা আর ও দাবি জানান, তাদেরকে পুনর্বাসন করা না হলে আর একটি ঘরবাড়িও ভাঙা যাবে না। দাবি আদায় না হলে পরবর্তীতে আগামী রোববার জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও সহ বড় ধরনের কর্মসূচি ডাক দেয়ার ঘোষণা দেয়।
অবরোধের ফলে সড়কে প্রায় ৪০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। এতে যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়ে দূরপাল্লার যাত্রীরা। পরে জয়দেবপুর থানা পুলিশ ও সালনা হাইওয়ে পুলিশের যৌথ প্রচেষ্টায় বেলা ১২টা ৪০ মিনিটে সড়ক থেকে অবরোধকারীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
জয়দেবপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, বন বিভাগের জমিতে অবৈধ ঘর বাড়ি উচ্ছেদকে কেন্দ্র করে ভুক্তভোগী ও স্থানীয়রা মানববন্ধন ও সড়ক অবরোধ। পরে তাদেরকে বুঝিয়ে মাহাসড়ক থেকে সরিয়ে দেয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা