রুহুল আমিন, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন।
হাজিরা বোনাস, নাইট বিল, টিফিন ভাতা বৃদ্ধি ও বিনা নোটিশে চাকরিচ্যুত না করার দাবিতে মঙ্গলবার সকাল ৯টায় কারখানার ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।
তারপর বেলা ১১টার দিকে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন ওই সড়কে চলাচলকারী ব্যক্তিরা। শিল্প পুলিশের মধ্যস্থতায় দুপুর সাড়ে ১২টার দিকে শ্রমিকরা সড়ক থেকে সরে যান এবং কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নেন। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ সূত্রে জানা যায়, কিছুদিন ধরে তেলিরচালা এলাকার পূর্বানী গ্রুপের কয়েকটি কারখানার শ্রমিকরা হাজিরা বোনাস, নাইট বিল, টিফিন ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। এছাড়া তারা বিনা নোটিশে কোনও শ্রমিককে চাকরিচ্যুত না করার দাবি জানিয়েছেন। তবে কারখানা কর্তৃপক্ষ এসব দাবি বাস্তবায়ন করেনি।
গাজীপুর শিল্পাঞ্চলের পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, কারখানার শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তবে পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। এখন যান চলাচল স্বাভাবিক।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা