রুহুল আমিন, স্টাফ রিপোর্টার: গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলায় মির্জাপুর ইউনিয়নের ডগরী নয়াপাড়া এলাকায়
সানরাইজ মডেল স্কুল মাঠ প্রাঙ্গণে শুক্রবার নয়াপাড়া সাপ্তাহিক হাট কমিটির উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা ও রশি টান খেলা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ভাওয়াল মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক কবির হোসাইন মাস্টারের সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা যুবদলের সদস্য সচিব এমআরত হোসেন এবং মির্জাপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আমজাদ হোসেন সরকার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ জামিম উদ্দিন, গাজীপুর জেলা বিএনপির সদস্য জনাব মো. আব্দুল বাশার, এবং মির্জাপুর যুবদলের সদস্য সচিব জনাব মো. শরিফুল বাশার সজল।
অনুষ্ঠান শেষে নয়াপাড়া গ্রাজুয়েট ফোরামের সহযোগিতায় একটি মাদকবিরোধী রশি টান খেলার আয়োজন করা হয়। "মাদককে না বলি, সুস্থ সুন্দর জীবন গড়ি" এই শ্লোগানে এ আয়োজন মাদক থেকে সমাজকে মুক্ত করতে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানায়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা