রুহুল আমিন, স্টাফ রিপোর্টার: গাজীপুর সদর উপজেলার ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে বুধবার বিকেল সাড়ে ৩ টার দিকে হোতাপাড়া এলাকায় বিমান ঘাঁটির ইউটার্নের কাছে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে সজিব মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
নিহত সজিব মিয়া গাজীপুর মহানগরীর দক্ষিণ বাউপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে সজিব মিয়া মোটরসাইকেলযোগে মাওনা থেকে জয়দেবপুরের দিকে আসছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে সালনা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা