
মোঃ আশরাফুল ইসলাম, স্টাফ রিপোর্টার: নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম, গাছা ও পুবাইল থানা যুবদলের বিদ্যমান কমিটি বিলুপ্ত করে নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) রাতে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটির নেতৃত্ব নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ পদগুলোতে দায়িত্ব পেয়েছেন রাজপথের পরীক্ষিত নেতারা।
গাছা থানা আহ্বায়ক হিসেবে ইফতেখার আহমেদ রিপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মিন্টু সরকার এবং সদস্য সচিব হিসেবে আশরাফুর রহমান জুয়েল তাজ দায়িত্ব পেয়েছেন। টঙ্গী পশ্চিম থানা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল আজিজ টিপু।
তৃণমূলের প্রতিক্রিয়া কমিটি ঘোষণার পর থেকেই টঙ্গী, গাছা ও পুবাইল এলাকায় যুবদলের তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে নবনির্বাচিত নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দনে সিক্ত করছেন সমর্থকরা। নেতা-কর্মীদের দাবি, দীর্ঘদিন পর রাজপথের সক্রিয় ও ত্যাগী নেতাদের মূল্যায়নের মাধ্যমে দলকে শক্তিশালী করা হয়েছে।
নতুন দায়িত্ব পেয়ে নবনিযুক্ত আহ্বায়ক ইফতেখার আহমেদ রিপন বলেন, "দীর্ঘদিনের পরিশ্রমের পুরস্কার হিসেবে দল আমাকে মূল্যায়ন করেছে। আমি সকলের কাছে কৃতজ্ঞ। দলের সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ করে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমরা কাজ করে যাব।" একই আশাবাদ ব্যক্ত করেছেন গাছা থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মিন্টু সরকার ও সদস্য সচিব হিসেবে আশরাফুর রহমান জুয়েল তাজ।
গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হোসেন রাজু জানান, "আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে কেন্দ্রীয় নির্দেশনায় এই আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। পর্যায়ক্রমে অবশিষ্ট কমিটিগুলোও দ্রুত ঘোষণা করা হবে।"
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই নতুন নেতৃত্ব গাজীপুর মহানগর যুবদলের রাজনীতিতে নতুন প্রাণসঞ্চার করবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা