রুহুল আমিন, স্টাফ রিপোর্টার: গাজীপুর সদর উপজেলায় তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ইউনুছ আলী (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ইউনুছের বাড়ি কুড়িগ্রামের উলিপুর থানার তনুরাম গ্রামে। তিনি মনিপুর খাসপাড়ার একটি ভাড়া বাসায় বসবাস করেন। স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কান্না শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে।
জয়দেব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, ‘শিশুটির মা বাদী হয়ে থানা একটি অভিযোগ দায়ের করেছেন। ইউনুছ আলী নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটিকে থানা হেফাজতে এনে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা