রুহুল আমিন, স্টাফ রিপোর্টার: গাজীপুর সদর উপজেলায় সাবেক চেয়ারম্যান এর বসত বাড়িতে দুর্বৃত্তদের আগুন দেয়ার ঘটনা ঘটেছে। আগুলে কাজের ছেলের পড়নের জামাপ্যান্ট ও কক্ষের আসবাবপত্র পুড়ে যায়। মঙ্গলবার রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিকেবাড়ি এলাকায় প্রয়াত আঃ লতিফ চেয়ারম্যান এর বাড়িতে রাত আনুমানিক আড়াইটার দিকে আগুন দেয়ার ঘটনা ঘটে।
আব্দুল লতিফ বৃহত্তর মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। ঘরে থাকা কাজের ছেলে রবিন জানান, প্রতিদিনের মত আমার ঘরে কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছিলাম। হঠাৎ রাত আড়াইটার সময় দেখি আমার শরীরে এবং আশে পাশে আগুন জলছে। তখন আমার গায়ে থাকা জামা-প্যান্ট খুলে কোনোমতে বাহিরে বের হই এবং চিৎকার শুরু করি। আমার চিৎকারে বাড়ির ও আশেপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভাতে সহযোগিতা করে।
চেয়ারম্যান এর পূত্রবধু জানান, আমি আমাদের ঘড়ে ঘুমাচ্ছিলাম হঠাৎ শুনতে পাই আমাদের কাজের ছেলে রবিন চিল্লাচিল্লি করছে। বাহিরে বেরিয়ে দেখি আমাদের মাটির ঘড়ে আগুন জলছে। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়, কিন্তু তারা আসার পূর্বেই এলাকার লোকজন আগুন নিভিয়ে ফেলে। তবে যেভাবে আগুন লেগেছে তা দেখে মনে হচ্ছে কেউ ইচ্ছাকৃতভাবেই আগুন দিয়েছে।
চেয়ারম্যানের মেয়ে শিউলি আক্তার বলেন, আমার পিতা এক সময় এই ঘরে থাকতেন। তিনি মারা যাওয়ার পরে এই ঘরে এখন কাজের ছেলে থাকে। এই ঘরটিতে যেভাবে আগুনে জ্বলেছে তা দেখে আমরা ধারণা করছি কেউ প্রতিহিংসা পরায়ণ হয়েই আমাদের বাড়িতে আগুন দিয়েছে। কারণ আমাদের পুরো পরিবার আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল।
তিনি আরও বলেন, যদি তাই না হতো তাহলে এভাবে বিভিন্ন যায়গায় আগুন লাগত না। এছাড়ও অন্য এক ঘরের বারান্দায় ত্রিফল দিয়ে ঢেকে রাখা রড ছিল সেখানেও আগুন আসলো কীভাবে। এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের দাবি জানাচ্ছি।
রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ রকিবুল ইসলাম জানান, রাতে বি কে বাড়ি এলাকায় আগুন লাগার খবর পেয়ে একটি টিম ঘটনাস্থলে গিয়েছিল। তবে আমরা কোনো কাজ করিনি। স্থানীয়রাই আগুন নিভিয়ে ফেলে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা