গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে ইয়াবা উদ্ধার মামলার তদন্ত করতে গিয়ে খোঁজ মিলেছে দুই বছর পূর্বে নিখোঁজ হওয়া ব্যক্তির লাশ। মাদক ব্যবসার বিরোধকে কেন্দ্র করে তাকে হত্যার পর মাটিচাপা দেয়া হয়েছিল। সোমবার বিকেলে জিএমপি পুলিশ ঘরের মেঝে খুঁড়ে প্রায় সাড়ে পাঁচ ফুট গভীর থেকে নিহতের কঙ্কাল উদ্ধার করে। খুন হওয়া ওই ব্যক্তির নাম মো. মিনারুল (৪১)। তিনি জামালপুর জেলার বকশিগঞ্জ থানার মধ্য পলাশতলা গ্রামের নুরু বক্তার ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) আবু তোরাব মো: শামছুর রহমান জানান, গত ২২ অক্টোবর ২৭০০ পিস ইয়াবা টেবলেটসহ ৯টি মামলার আসামি মো: আলমসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে জিএমপি’র বাসন থানা পুলিশ। এ ঘটনায় এস আই দীপঙ্কর রায় বাদী হয়ে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আলমকে দুই দিনের রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদকালে তার দেয়া তথ্যানুযায়ী সোমবার বিকেলে পুলিশ গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন নান্দুন কড্ডা এলাকার মোল্লাপাড়ার জনৈক হালিমের বাড়িতে অভিযান চালায়। এসময় একটি টিনসেড ঘরের মেঝে খুঁড়ে প্রায় সাড়ে পাঁচ ফুট গভীর থেকে নিহত মিনারুলের দেহের হাড়গোড় উদ্ধার করে। মিনারুল কোনাবাড়ি থানাধীন আমবাগ এলাকায় স্বপরিবারে ভাড়া বাসায় থাকতো। গত ২০২০ সালের ৩০ ডিসেম্বর দুপুরে সে নিখোঁজ হয়। নিখোঁজের ঘটনায় তার স্ত্রী মৌসুমী বেগম গত ২০২১ সালের ৯ জানুয়ারি কোনাবাড়ি থানায় একটি সাধারণ ডায়েরী করেন। নিখোঁজ স্বামীর সন্ধান পেতে তিনি র্যাবের নিকট অভিযোগও করেন। জিএমপির বাসন থানার ওসি মোহাম্মদ মালেক খসরু খান জানান, গ্রেফতারকৃত আলম মিয়া (২৫) কুড়িগ্রামের ভুরুঙ্গামারি থানার চর ভুরুঙ্গামারি (দিঘিপাড়া মাঝিবাড়ি) এলাকার মৃত রজব আলীর ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন জেলার বিভিন্ন থানায় মাদক মামলাসহ ৯টি মামলা রয়েছে। মাদক সংক্রান্ত বিষয়ে লেনদেন এবং পূর্ব শত্রুতার জেরে গ্রেফতারকৃত আলম তার সহযোগীদের নিয়ে মিনারুলকে হত্যার পর নগরীর নান্দুন কড্ডা এলাকায় একটি বাড়ির পাশে মাটিতে পুঁতে রাখে। মাদক মামলায় গ্রেফতারকৃত আলমকে দুইদিনের রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার দেওয়া তথ্য ও দেখানো মতে ওই স্থান থেকে হত্যার প্রায় দুই বছর পর মিনারুলের লাশের কঙ্কাল সোমবার বিকেলে উদ্ধার করা হয়। এ ব্যাপারে আলমের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হবে এবং তার সহযোগীদের বিরুদ্ধের আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের উদ্ধার হওয়া মাথার খুলি ও হাড়গোড়সমূহ ময়না তদন্ত এবং ডিএনএ পরীক্ষার জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।
কঙ্কাল উদ্ধার অভিযানকালে জিএমপি’র উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-উত্তর) আবু তোরাব মো: শামছুর রহমান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রেজওয়ান আহমেদ, সহকারি কমিশনার (ডিবি) চৌধুরী মো: তানভীর, বাসন থানার ওসি মোহাম্মদ মালেক খসরু খান ও ইন্সপেক্টর (তদন্ত) জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা