

মো. মনজুরুল ইসলাম, নাটোর : নাটোরের লালপুরে মুঠোফোনে গেম খেলতে না দেওয়ায় মায়ের উপর অভিমান করে মুহিন (১৩) নামের এক কিশোর আত্মহত্যা করেছে। সে উপজেলার ভাটপাড়া গ্রামের মামুন আলীর ছেলে। শুক্রবার দুপুরে উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়নের ভাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে স্মার্টফোনে গেম খেলতে না দিয়ে দাদার সাথে মাঠে যেতে বলায় মায়ের উপর অভিমান করে ঘরের দরজা বন্ধ করে শুয়ে থাকে। কিছুক্ষণ পরে পরিবারের লোকজন ডাকলে কোন সাড়া শব্দ না পেয়ে পাশের ঘরের চাতাল দিয়ে ঘরে প্রবেশ করে দেখতে পায় ঘরের তীরের সাথে মায়ের ব্যবহৃত ওড়না পেঁচিয়ে আত্নহত্য করেছে।
লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি নাছিম আহমেদ জানান, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা