
প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ১০:০০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৫, ২০২৫, ৭:১০ অপরাহ্ণ
গোদাগাড়ীতে সশস্ত্র বাহিনী কল্যাণ সমিতির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আরিফ হোসেন: রাজশাহীর গোদাগাড়ীতে সশস্ত্র বাহিনী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারী) দুপুরে গোদাগাড়ী উপজেলা পরিষদ হল রুমে সম্মেলন অনুষ্ঠিত হয়।
সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) মোঃ দুরুল হোদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ জাহিদুল ইসলাম, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মফিজুল হক।
সঞ্চালনা করেন, সার্জেন্ট মোহাম্মদ মোজাফফর আহমেদ।
সশস্ত্র বাহিনী কল্যাণ সমিতির গোদাগাড়ী উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে সর্বসম্মতিক্রমে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়, সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয় সার্জেন্ট (অবঃ) মোঃ আসাদুল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ল্যান্ড কর্পোরেল (অবঃ) মোঃ সোহেল রানা, এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সার্জেন্ট মোঃ বুলবুল আহমেদ।সম্মেলনে সশস্ত্র বাহিনী কল্যাণ সমিতির অন্যান্য সদস্যবৃন্দসহ আগত অতিথিগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা