নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে আজ ১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে চার অটিজম শিশুকে হুইল চেয়ার দেওয়া হয়েছে।
সকাল ১০টায় গোপালগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত আলোচনাসভা শেষে অতিথিরা চারটি হুইল চেয়ার বিতরণ করেন।
গোপালগঞ্জ জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে।
'রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠন' এ প্রতিপাদ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান।
সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ আনিসুজ্জামান, জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার আল আমিন মোল্লা, গোপালগঞ্জ বর্ণ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র আকাসং প্রমুখ বক্তব্য রাখেন।
সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ে উপ-পরিচালক মোঃ হারুন অর রশীদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে প্রতিবন্ধী, অটিজম সহ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সেবা দিতে আমরা দিনরাত নিরলস কাজ করে যাচ্ছি।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা