মাইদুল ইসলাম, রংপুর ব্যুরো : গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ সহোদরসহ মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টায় গোবিন্দগঞ্জ-দিনাজপুর ভায়া ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের নাসিরাবাদ নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটেছে।
নিহতরা হলেন উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের আসালত জামানের দুই পুত্র নাহিদ (২০) ও জাহিদ (২৭) এবং পূর্ব নাসিরাবাদ গ্রামের জুইলান মিয়ার পুত্র শাকিল মিয়া(২২)।
গোবিন্দগঞ্জ থানার বৈরাগী হাট তদন্তকেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মতিউর রহমান দুর্ঘটনায় নিহতের ঘটনাটি নিশ্চিত করে জানান, গোবিন্দগঞ্জমুখি মোটরসাইকেলের সাথে বিপরীতমুখি ট্রাকের সংর্ঘষে ঘটনাস্থলেই নাহিদ ও জাহিদ নিহত হয় এবং ঘোড়াঘাটের ওসমানপুর হাসপাতালে নেয়ার পথে শাকিল মিয়া মারা যায়। পুলিশ ট্রাকটি আটক করেছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা