সামিউল আলীম, বগুড়া : চাঁদাবাজি করতে এসে এলাকাবাসীর গনপিটুনিতে স্থানীয় আতা বাহিনীর এক যুবক নিহত হয়েছে । শুক্রবার রাতে এমনই এক ঘটনা ঘটেছে বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা এলাকার কলমা গ্রামে।
নিহত রাকিব হাসান (২৪) একই উপজেলার পরিশেষ গ্রামের শামসুল আলমের ছেলে এবং স্থানীয় আতা বাহিনীর সদস্য।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে আতা বাহিনীর ৯-১০ জন সদস্য কলমা গ্রামের ফনিন্দ্র নাথের বাড়িতে চাঁদা আদায় করতে যায়। বাড়ির সদস্যদের সাথে বাকবিতণ্ডা বাঁধলে একপর্যায়ে চাঁদাবাজরা বাড়ির ১ জন সদস্যকে ছুরিকাঘাত করে। পরে তারা এলাকাবাসীদের খবর দিলে সবাই মিলে তাদের ধাওয়া করে। চাঁদাবাজদের সবাই পালিয়ে গেলেও রাকিব হাসান এলাকাবাসীর হাতে পড়ে গেলে তাকে গণপিটুনি দেয় এলাকাবাসী। এতে সেখানেই মারা যায় সে।
এ ব্যাপারে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুজ্জামান বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে এবং এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন আছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা