মো. এরশাদ আলী, হাটহাজারী(চট্টগ্রাম) : চট্টগ্রামের হাটহাজারীতে বৃহস্পতিবার বন্যার পানি বেড়ে যাওয়ায় আইপিএস সংযোগ বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জিয়াউর রহমান শাকিব(২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলা ফরহাদাবাদ ইউনিয়ন ৭নং ওয়ার্ডে ইউছুপ চৌধুরীর বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, অতিবৃষ্টির ফলে রাতে হালদা বাঁধ ভাঙার কারণে নিহতের বাড়িতে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় তড়িঘড়ি করে আইপিএস এর সংযোগ বন্ধ করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান।
এদিকে স্থানীয়রা বিদ্যুৎ বিভাগে উদাসীনতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ক্ষোভ প্রকাশ করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান এর সত্যতা নিশ্চিত করে জানান, হঠাৎ পানি বেড়ে যাওয়ায় ঘরের বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে গিয়ে এই ঘটনা ঘটে।
ঘটনাটি জানার পর দ্রত গতিতে উক্ত ইউনিয়নের দায়িত্বরত কর্মকর্তাকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ প্রদান হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা