মো: ফারুক আহমেদ, ঘাটাইল (টাঙ্গাইল): টাঙ্গাইলের ঘাটাইলে ঋণের চাপে কামরুজ্জামান (৫০) নামের স্থানীয় আওয়ামী লীগ নেতা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
সোমবার সকালে ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী গ্রামের জয়েন উদ্দিনের ছেলের নিজ বাড়ির পিছনের একটি গাছের ডাল থেকে কামরুজ্জামানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। কামরুজ্জামান তিন সন্তানের জনক ছিলেন।
নিহতের স্ত্রী জানান, আমার স্বামী ঋণের চাপে আত্মহত্যা করেছে। গত কিছুদিন যাবৎ এনজিও কর্মচারী ও স্থানীয় পাওনাদাররা ঋণের টাকার জন্য চাপ দেয়। গতকালও রাত ১০টা পর্যন্ত তারা বাড়িতে বসে ঋনের টাকা চাচ্ছিল। স্ত্রীর ধারণা টাকা দিতে না পারায় এমন মৃত্যুর পথ বেঁচে নিয়েছে তার স্বামী।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে কামরুজ্জামানের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা। লাশ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা