বশির আলমামুন, চট্টগ্রাম: কক্সবাজারের চকরিয়ায় থানা সেন্টারের পাশে হিন্দু বাড়ীতে ডাকাতির ঘটনায় জড়িত তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
ডাকাতি সংঘটনের ১৭ ঘন্টার মধ্যে ঘটনাস্থলের আশ-পাশ এলাকার সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা ও আসামীদের সনাক্ত করে ডাকাতির ঘটনায় সরাসরি জড়িতের বিরুদ্ধে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন চকরিয়া পৌরভার ৩ নং ওয়ার্ড দক্ষিণ বাটাখালী গ্রামের মৃত মমতাজ উদ্দীনের ছেলে মোঃ হানিফ (৪৩), পৌরসভার ৫ নং ওয়ার্ড উত্তর কাহারিয়া ঘোনা খন্দকার পাড়া গ্রামের মৃত নুরুল আমিনের ছেলে মো. নয়ন প্রকাশ নয়ন চৌধুরী (৪৫), একই এলাকার উত্তর কাহারিয়া ঘোনা ঘাট পাড়ার কবির আহমদের ছেলে মো. ইসমাইল (৩৫)। তারা সকলে স্হানীয় বিএনপি রাজনীতির সাথে জড়িত বলে জানাগেছে।
উল্লেখ্য গত শনিবার দিবাগত রাত পৌনে ২ টায় চকরিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ড হিন্দু পাড়ার শ্রীমন্ত দাশ নামে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশ পরিহিত ৬ ডাকাত গৃহকর্তার মেয়ের গলা থেকে ও ঘরের আলমিরায় থাকা ৩ ভরি স্বর্ণালংকার, নগদ ১২ হাজার টাকা একটি রুপার অলংকারসহ অন্তত ৬ লাখ টাকার মালামাল লুট করেছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোররাত ৩টার দিকে থানা ভবনের মাত্র ৩০ গজ অদূরে বাটাখালী হিন্দুপাড়া এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, ডাকাতির খবর পেয়ে পুলিশের একটি দলকে ওই বাড়িতে পাঠিয়েছি। পাহারাদারকে গলায় ছুরি ধরে জিম্মির পর হাতে ও পায়ে ছুরিকাঘাতে আহত করার চিহ্ন পাওয়া গেছে। গৃহকর্তার মেয়ের গলা থেকে ও ঘরের আলমিরায় থাকা ৩ ভরি স্বর্ণালংকার, নগদ ১২ হাজার টাকা একটি রুপার অলংকারসহ অন্তত ৬ লাখ টাকার মালামাল লুট করেছে।
জানা যায়, প্রবাসী শ্রীমন্ত দাশের পৈতৃক বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়। সম্প্রতি তারা চকরিয়া পৌরসভার বাটাখালী হিন্দু পাড়ায় জমি কিনে বহুতল ভবন নির্মাণ শুরু করেন। ভবন নির্মাণ কাজ এখনো শেষ হয়নি। নীচ তলায় প্রবাসীর স্ত্রী সন্তান বাস করতো।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা