বশির আলমামুন, চট্টগ্রাম : চট্টগ্রাম আদালত এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুনের মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আসামি করার দাবি উঠেছে।
রোববার চট্টগ্রাম আদালত প্রাঙ্গণের দোয়েল চত্বরে শোক মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. নাজিম উদ্দিন চৌধুরী এ দাবি জানিয়েছেন। জেলা আইনজীবী সমিতি এ শোক সভা ও সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে। সমাবেশের আগে দোয়েল চত্বর থেকে পূর্বঘোষণা অনুযায়ী শোক মিছিল বের হয়।
সমাবেশে সমিতির সভাপতি মো. নাজিম উদ্দিন চৌধুরী বলেন, এ পর্যন্ত ইসকন সন্ত্রাসীদের নামে যতগুলো মামলা হয়েছে সবগুলো মামলায় চিন্ময়কে আসামি করতে হবে। অতীতে অনেক রাজনৈতিক আসামি আদালতে প্রবেশ করলেও আইনশৃঙ্খলা বাহিনী আসামির সঙ্গে কাউকে আদালতে প্রবেশ করতে দেয়নি। কিন্তু গত ২৬ নভেম্বর ইসকনের অসংখ্য নেতাকর্মী আদালতে প্রবেশ করেছে। পুলিশের দুর্বলতায় সেটি তারা করেছে।
তিনি বলেন, আদালতে পুলিশের মাইক ব্যবহার করে চিন্ময় তাঁর অনুসারী ইসকন সমর্থকদের উসকে দিয়েছে। অবিলম্বে ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে। ইসকন ছাড়া বাংলাদেশে সব ধর্মের লোক শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে। আলিফের হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না।
সমাবেশে বক্তব্য দেন ইউনাইটেড ল'ইয়ার্স ফ্রন্ট চট্টগ্রামের সভাপতি আবদুস সাত্তার, যুগ্ম আহ্বায়ক শামসুল আলম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রামের সাধারণ সম্পাদক হাসান আলী চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক কাশেম কামাল প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা