শুক্রবার, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

চট্টগ্রামে আবার পুলিশের উপর হামলা

কেফায়েতুল্লাহ কায়সার, চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে আবার পুলিশের উপর হামলা হয়েছে। নগরির খুলশি ১নং রোডে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে মেট্রোপলিটন পুলিশের এডিসি (পিআর) তারেক আজিজ জানান, আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে (ঢাকা মেট্রো-ঘ ১৭-৪৮২৪) প্রাডো পাজেরো জিপটি খুলশী ১ নং রোডে উল্টো দিক থেকে এসে রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি করলে কর্তব্যরত কনস্টেবল সোহরাব হোসেন তাকে সিগনাল দেয়। তখন কিছু বুঝে উঠার আগেই গাড়ির চালক উক্ত কনস্টেবলের শার্টের কলার ধরে মুখ বরাবর ঘুষি মারেন। যার ফলে তার নাকের হাড় ভেঙে রক্ত বের হতে থাকে। একই সাথে বেদড়ক মারধরের ফলে তার পরিহিত ইউনিফর্মও ছিড়ে যায়। আঘাতপ্রাপ্ত হয় কনস্টেবল সোহরাব হোসেন মুখমণ্ডলও।

পরবর্তীতে উপস্থিত ছাত্রদের সহযোগিতায় অভিযুক্ত চালকসহ গাড়িকে আটক করে খুলশী থানাধীন কর্তব্যরত এসআই রাজীব দে-কে বুঝিয়ে দেওয়া হয়। আঘাতপ্রাপ্ত কনস্টেবলকে জরুরি চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনার প্রেক্ষিতে খুলশী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

অভিযুক্ত ব্যক্তি মো. রফিকুল আলম সাউথ ইস্টার্ন ফুড প্রোডাক্টস লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানের ট্রান্সপোর্ট ড্রাইভার। একজন পুলিশ সদস্যের সাথে এমন অমার্জনীয় ও অশোভন আচরণের কারণে সাউথ ইস্টার্ন ফুড প্রোডাক্টস লিমিটেডের মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক মো. খুরশেদ মঈনুদ্দিন স্বাক্ষরিত ওই ড্রাইভার রফিকুল আলমকে নিয়োগকারী কর্তৃপক্ষ চাকরি থেকে বহিষ্কার করেছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *