অলিউল্লাহ খান, স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম নগরীর ঐতিহ্যবাহী কালীর ছড়া খালের অবৈধ দখলদার এবং পাহাড়ের কোল ঘেঁষে গড়ে ওঠা লেক সিটি ও সুপারিবাগানের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার সকাল ১০টা থেকে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
বিভাগীয় পাহাড় ব্যবস্থাপনা কমিটির ২৯তম সভার সিদ্ধান্ত মোতাবেক পরিচালিত অভিযানের প্রথম দিনে আকবরশাহ থানা এলাকার হারবাতলী থেকে উজানের দিকে কালীর ছড়া খালের প্রায় এক কিলোমিটার অংশ অবৈধ দখলমুক্ত করা হয়। এসময় ছোট বড় বিভিন্ন ধরনের প্রায় ৩০টি স্থাপনা উচ্ছেদ করা হয়। এর মধ্যে রয়েছে ডেইরি ফার্ম, গুদামঘর, আবাসিক প্লটের সীমানা দেয়াল, দোকানসহ বিভিন্ন ধরনের পাকা স্থাপনা।
বিভিন্ন সংস্থার সমন্বয়ে পরিচালিত এই অভিযানে সমন্বয় করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাট্টলী সার্কেল এর সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী। এছাড়া অভিযানের সার্বিক কার্যক্রম তদারকি করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাদিউর রহিম জাদিদ।
বৃহস্পতিবারও এ অভিযান পরিচালনা করা হবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। জনস্বার্থে জেলা প্রশাসন, চট্টগ্রাম জেলার পাহাড়, টিলা, নদী, খাল ইত্যাদির অবৈধ দখল উচ্ছেদে অভিযান অব্যাহত রাখবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা