মো. শফিকুল ইসলাম, চট্টগ্রাম: চট্টগ্রামের খুলশীতে ফেইসবুক স্ট্যাটাসের জের ধরে মাদক ব্যবসায়ীদের হামলায় দৈনিক একুশে সংবাদ পত্রিকার বিশেষ প্রতিনিধি মো. রুবেল আহত হয়।
মঙ্গলবার (২৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে খুলশী থানাধীন ঝাউতলা এলাকায় ঝলক ক্লাবের সামনে এ ঘটনাটি ঘটে।
আহত সাংবাদিক সিএমপির খুলশী থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। এ ঘটনায় সাংবাদিক সমাজের মাঝে ক্ষোভ বিরাজ করছে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন চট্টগ্রামে কর্মরত সাংবাদিকরা।
হামলার শিকার সাংবাদিক মো. রুবেল খুলশী থানার সাধারণ ডায়রিতে উল্লেখ করেন, ২৯ জুলাই সকালে তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। যেখানে ঝাউতলা এলাকায় মাদকসেবী ও মাদক কারবারিদের অপতৎপরতা সম্পর্কে সচেতনতামূলক মন্তব্য করা হয়। এরপর রাত আনুমানিক ৯:৩০ মিনিটে ঝাউতলা এলাকার ‘ঝলক ক্লাব'র পাশের অন্ধকার গলি দিয়ে সাংবাদিক রুবেল যাওয়ার সময় স্থানীয় মাদক কারবারী হিসেবে পরিচিত দুই ব্যক্তি হোসেন ও জসিম—তাকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। একপর্যায়ে তারা সাংবাদিক রুবেলের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করে এবং তার ব্যবহৃত মোবাইল ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।এ সময় সাংবাদিক রুবেলের চিৎকারে ঘটনাস্থলে আশপাশের মানুষ এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায় এবং যাওয়ার সময় সাংবাদিক রুবেলকে প্রাণনাশের হুমকি দিয়ে যায়।
আহত সাংবাদিক রুবেল বলেন, আমি কোনো ব্যক্তি বিশেষকে উদ্দেশ্য করে কিছু লিখিনি। সামাজিক দায়বদ্ধতা থেকেই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম। তবুও আমার উপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। বর্তমানে আমি এবং আমার পরিবার এখন আতঙ্কের মধ্যে রয়েছি। যেকোনো সময় মাদক কারবারীরা আমার উপর হামলা চালাতে পারে। তাই প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
এ বিষয়ে খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব হোসেন বলেন, সাংবাদিক রুবেলের উপর হামলার ঘটনাটি ভুক্তভোগীর কাছ থেকে আমি শুনেছি। ভুক্তভোগী সাংবাদিক রুবেল হামলার বিষয়ে হোসেন এবং জসিমকে আসামি করে খুলশী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।খুলশী থানা পুলিশ প্রাথমিক সত্যতা যাচাই করছে।
তিনি আরো বলেন, সাংবাদিকের উপর হামলায় জড়িতদের অতি দ্রুত আইনের আওতায় আনা হবে।
সাংবাদিকের উপর হামলার বিষয়ে "জাতীয় সাংবাদিক সংস্থা" কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান লায়ন নুর ইসলাম বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক একুশে সংবাদ পত্রিকার বিশেষ প্রতিনিধি মো. রুবেলের উপর হামলার ঘটনায় দায়ী মাদক কারবারি জসিম ও হোসেনের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেন।
তিনি আরো বলেন,“বর্তমানে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকরা ক্রমাগতভাবে হামলা, হুমকি ও হয়রানির শিকার হচ্ছে। এসব বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা