মো. শফিকুল ইসলাম, চট্টগ্রাম: বাংলাদেশ লেবার ফেডারেশন বিএলএফ চট্টগ্রাম মহানগর কমিটির নব-নির্বাচিত সভাপতি নুরুল আফসার তৌহিদকে চট্টগ্রামস্থ আগ্রাবাদের জামান হোটেলে বিভাগীয় যুব কমিটির পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয় ।
সোমবার (৫ সেপ্টেম্বর) রাত ৯ ঘটিকায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএলএফ চট্টগ্রাম বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. আমির হোসেন এবং এতে সভা পরিচালনা করেন বিভাগীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরী।
বিএলএফ চট্টগ্রাম মহানগর কমিটির নব-নির্বাচিত সভাপতি ও সংবর্ধিত অতিথি নুরুল আফসার তৌহিদ বলেন, বাংলাদেশ লেবার ফেডারেশন বিএলএফকে আরও মজবুত করতে হলে, সাধারণ শ্রমিকদের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরো বলেন, সকলের ঐক্যমতের ভিত্তিতে, যোগ্য নেতৃত্ব নির্বাচিত করে, সংগঠনের হাতকে শক্তিশালী করার জন্য,সকল নেতৃবৃন্দ ও সদস্যদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান তিনি।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিএলএফ চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি চৌধুরী মোহাম্মদ আলী, বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল আফসার ভূইয়া, মহানগর কমিটির সাধারণ সম্পাদক আবু আহমেদ মিয়া,মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক হাজী আবু ফয়েজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো.হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক মো. আলমগীর হোসেন, চট্টগ্রাম জেলা যুব কমিটির সভাপতি মো.মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক মো. হানিফ, গার্মেন্টস শ্রমিক সংগঠনের সভাপতি জিয়াউল হক সুমন, চট্টগ্রাম জেলা কমিটির সহ-সভাপতি মো. আবুল খায়ের,রেলওয়ে স্টাফ শ্রমিক ইউনিয়নের ওমর ফারুক, চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. কাজল ইসলাম।
এতে আরো উপস্থিত ছিলেন, যুবনেতা সাজ্জাদ হোসেন টিপু, মোহাম্মদ ফিরোজ, মো. ইসমাইল হোসেন, এনামুল হক, কাজী জাহাঙ্গীর, ওসমান গনি, জয়নাল আবেদীন, জিয়াউর রহমান রানা, মাসুদ উদ্দিন,সোহেল রানা, সুমন,সোহেল মাহমুদ, মিজানুর রহমান আতাউল গনি ওসমানী, সাখাওয়াত হোসেন ও নোমান উল্লাহ সবুজ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা