
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৩, ২০২৫, ৪:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১১, ২০২৫, ৬:৫১ অপরাহ্ণ
চট্টগ্রামে ১৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধার: প্রাইভেটকার জব্দ, আটক ২

বশির আলমামুন, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে ১৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র্যাব-৭। এ সময় সাইফুল ইসলাম (৩৭) এবং নাসির উদ্দিন (৩১) নামে দুই ব্যক্তিকে আটক ও তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে চান্দগাঁও আবাসিক এলাকার পাঁকা রাস্তার ওপর তল্লাশি চালিয়ে এ চালানটি জব্দ করা হয়। গ্রেপ্তার সাইফুল ইসলাম মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার মধ্যম আজমনগর এলাকা এবং নাসির উদ্দিন একই উপজেলার উত্তর সোনাপাহাড় এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, প্রাইভেটকারের ড্রাইভিং সিটের নিচে বিশেষ কৌশলে স্কচটেপ দিয়ে মোড়ানো ৮টি প্যাকেটে মোট ১৯৬ বোতল ফেন্সিডিল ছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ লাখ টাকা।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম মোজাফফর হোসেন জানিয়েছেন, গ্রেপ্তার আসামি এবং উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চান্দগাঁও থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা